ছেলে সাহাবীদের নামের তালিকা – প্রথম ও সর্ব শেষ সাহাবীর নাম

ছেলে সাহাবীদের সম্পর্কে অনেকে জানতে চান তাই আমরা অনেক যত্বসহকারে ছেলে সাহাবীদের নামের তালিকা তৈরী করেছি আপনাদের জন্য।

এখানে আপনি পাবেন পুরুষ সাহাবীদের নামের তালিকা, শ্রেষ্ঠ সাহাবীদের নাম, শহীদ সাহাবীদের নাম, জান্নাতি সাহাবীদের নাম।

এছারাও আরো থাকছে ১০ জন জান্নাতী সাহাবীর নাম ও বদর যুদ্ধে অংশ গ্রহণকারী ৩১৩ জন সাহাবীর নাম।

পুরুষ বা ছেলে সাহাবীদের নামের তালিকা

পুরুষ সাহাবীদের নাম

নিচে আমরা পুরুষ বা ছেলে সাহাবীদের নামের তালিকা নিয়ে আলোচনা করেছি।

পুরুষ সাহাবীদের নাম সংক্ষিপ্ত নাম বা ডাক নাম
আমর ইবনে উতবাহ ইবনে আদী আনসারী (র) আমর
আমর ইবনে আওফ আনসারী (র) আমর
আমর ইবনে গাজিয়াহ ইবনে আনসারী হাযেনী (র) আমর
আমর ইবনে কায়িস ইবনে যায়িদ আনসারী (র) আমর
আমর ইবনে মুআয ইবনে নোমান আনসারী (র) আমর
আমর ইবনে আবী আমর ইবনে শাদ্দাদ কুরায়শী (র) আমর
আমর ইবনে সুরাকাহ কুরায়শী (র) আমর
আমর ইবনে হারিছ ইবনে যুহাইর কুরায়শী (র) আমর
আম্মারাহ ইবনে হাযম আনসারী খাজরাজী (র) আম্মারাহ
আমর ইবনে মুয়িদ (র) আমর
ওমায়ের ইবনে আমের ইবনে মালিক আনসারী (র) ওমায়ের
ওমায়ের ইবনে হারিস ইবনে সালাবাহ (র) ওমায়ের
ওমায়ের ইবনে হারাম ইবনে আমর (র) ওমায়ের
ওমায়ের ইবনে হাম্মাল ইবনে জামুহ আনসারী (র) ওমায়ের
ওমায়ের ইবনে মুরীদ ইবনে আযগর আনসারী (র) ওমায়ের
ওমায়ের আনসারী (র) ওমায়ের
আম্মার ইবনে যিয়াদ ইবনে সুকুন আনসারী (র) আম্মার
গুতরাহ সুলামী ছুম্মা জাকওয়ানী (র) গুতরাহ
আওফ ইবনে আফরাহ আনসারী (র) আওফ
ওয়ায়েন ইবনে আফরাহ আয়েল (র) ওয়ায়েন
উমায়না ইবনে আসকার আনসারী (র) উমায়না
গান্নাম (র) গান্নাম
ফারওয়াহ ইবনে আমের আনসারী (র) ফারওয়াহ
ফাকহিয়াহ ইবনে বাসির আনসারী রওকী (র) ফাকহিয়াহ
কাতাদাহ ইবনে নোমান ইবনে যায়েদ (র) কাতাদাহ
কুতবাহ ইবনে আমের ইবনে হাদীহ আনসারী (র) কুতবাহ
কায়েস ইবনে সুকান আনসারী মাদানী (র) কায়েস
কায়েস ইবনে আমর ইবনে সাহল আনসারী (র) কায়েস
কায়েস ইবনে মুহাসিন ইবনে খালেদ (র) কায়েস
কায়েস ইবনে মাখলাদ আনসারী মাযনী (র) কায়েস
কায়েস ইবনে আবী সাসআহ আনসারী (র) কায়েস
কাব ইবনে জাম্মায আনসারী (র) কাব
কাব ইবনে যায়েদ আনসারী (র) কাব
কাব ইবনে আমর ইবনে আববাদ ইবনে আনসারী (র) কাব
মালিক ইবনে তায়হান (র) মালিক
মালেক ইবনে দুশমাশ আনসারী (র) মালেক
মালেক ইবনে রাফে ইবনে মালেক আনসারী (র) মালেক
মালেক ইবনে রবিআহ আনসারী সায়েদী (র) মালেক
মালেক ইবনে মাসউদ ইবনে বাদান (র) মালেক
মালেক ইবনে নুমায়লাহ মাযনী আনসারী (র) মালেক
মালিক ইবনে কুদামাহ আনসারী আওসী (র) মালিক
মুবাশশার ইবনে আব্দুল মুনজের আনসারী (র) মুবাশশার
আলহেজার ইবনে জিয়াদ ইবনে বালাবী (র) আলহেজার
মুহাররিস ইবনে আমের ইবনে মালেক আনসারী (র) মুহাররিস
মুহাররিস ইবনে মাসলামাহ আনসারী হারিসি (র) মুহাররিস
মারারাহ ইবনে রবীআহ ওমরী আনসারী (র) মারারাহ
মাসুদ ইবনে আওস ইবনে যায়েদ আনসারী (র) মাসুদ
মাসুদ ইবনে খালাদাহ ইবনে আমের (র) মাসুদ
মাসউদ ইবনে রবীআহ আল-কারী (র) মাসউদ
মাসউদ ইবনে সা’আদ (র) মাসউদ
মাসউদ ইবনে আবদা সাউদ আনসারী (র) মাসউদ
মায়াজ ইবনে জাবাল আনসারী (র) মায়াজ
মায়াজ ইবনে আফরা (র) মায়াজ
মায়াজ ইবনে আমর ইবনে জামুহ (র) মায়াজ
মায়াজ ইবনে মায়েদ আনসারী যুরকী (র) মায়াজ
মাবাদ ইবনে উবাদাহ আনসারী সুলায়মী (র) মাবাদ
মাবাদ ইবনে কায়েস ইবনে সখর আনসারী (র) মাবাদ
মাবাদ ইবনে ওহহাব আল আযাদী (র) মাবাদ
মাতাব ইবনে বশির ইবনে মূলায়ক আনসারী (র) মাতাব
মাতাব ইবনে উবায়দ ইবনে আয়াস বালবী (র) মাতাব
মাকাল ইবনে মুনযির ইবনে সারাহ আনসারী (র) মাকাল
মামার ইবনে হারিশ কুরায়শী আল জুমাহী (র) মামার
মান ইবনে ইয়াযিদ ইবনে আখনাস (র) মান
মান ইবনে আদী ইবনে জুদ ইবনে আজলান আনসারী (র) মান
মান ইবনে আফরা আনসারী (র) মান
মুআয়েজ ইবনে আফরা আনসারী (র) মুআয়েজ
মূলায়ন ইবনে ওবরাহ ইবনে খালেদ (র) মূলায়ন
মুনজের ইবনে কুদামাহ আনসারী (র) মুনজের
মুনজির ইবনে আরফাজাহ আউসী (র) মুনজির
মুনজির ইবনে মুহাম্মদ ইবনে আকবাহ (র) মুনজির
নাহহাস ইবনে সালাবাহ ইবনে হামজাহ (র) নাহহাস
নসর ইবনে হারিস ইবনে উবাদা আনসারী (র) নসর
নোমান ইবনে আবিখাজামাহ আনসারী (র) নোমান
নোমান ইবনে সিনান আনসারী (র) নোমান
নোমান ইবনে আবদে আমর নাজ্জারী আনসারী (র) নোমান
নোমান ইবনে আকার ইবনে রবিয়াহ বালাবী (র) নোমান
নোমান ইবনে কাওকাল (র) নোমান
নওফল ইবনে সালাবাহ আনসারী (র) নোমান
আবু বকর সিদ্দীক (র) আবু বকর
উমর ইবনুল খাত্তাব (র) উমর
উসমান ইবনে আফফান (র) উসমান
আলী ইবনে আবী তালিব (র) আলী
তালহা ইবনে উবায়দিল্লাহ (র) তালহা
যুবায়ের ইবনুল আওয়াম (র) যুবায়ের
আব্দুর রহমান ইবনে আওফ (র) আব্দুর রহমান
সাদ ইবনে আবী ওয়াক্কাস (র) সাদ
সাঈদ ইবনে যায়িদ (র) সাঈদ
আবু উবায়দাহ ইবনে জাররাহ (র) আবু উবায়দাহ
আব্বাদ ইবনে বিশর ইবনে ওয়াকশ (র) আব্বাদ
আব্বাদ ইবনে খাশমাশ ইবনে আমর (র) আব্বাদ
আব্বাদ ইবনে কায়িস (র) আব্বাদ
আব্বাস ইবনে উবায়েদ ইবনে তায়হান (র) আব্বাদ
আব্বাদ ইবনে কায়িস আনসারী (র) আব্বাদ
উবাদা ইবনে সামিত আনসারী সুলামী (র) উবাদা
উবাদা ইবনে কায়িস আনসারী (র) উবাদা
উবাইদ ইবনে আবি উবায়েদ আনসারী (র) উবাইদ
উবাইদ ইবনে আওস আনসারী হাযরামী (র) উবাইদ
উবাইদ ইবনে তায়হান আনসারী (র) উবাইদ
উবাইদ ইবনে যায়িদ আনসারী যুরকী (র) উবাইদ
আবস ইবনে আমির আনসারী (র) আবস
উতবাহ ইবনে রবীআহ বাহযানী আনসারী (র) উতবাহ
উতবাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আখর (র) উতবাহ
উতবাহ ইবনে গাযওয়ান ইবনে জারীর মাহযানী (র) উতবাহ
উতবাহ ইবনে মালিক আনসারী (র) উতবাহ
আদী ইবনে জাগবা যোহানী আনসারী (র) আদী
ইসমত আনসারী (র) ইসমত
ইসমত ইবনে হুমাইন আনসারী (র) ইসমত
উসায়েমাহ আল আসাদী (র) উসায়েমাহ
উসায়েমাহ আল আসাদী (র) উসায়েমাহ
আতিয়াহ ইবনে নাওবারাহ (র) আতিয়াহ
ওকবাহ ইবনে আমর আনসারী খাযরাযী (র) ওকবাহ
ওকবাহ ইবনে রাবিয়াহ আনসারী (র) ওকবাহ
ওকবাহ ইবনে উসমান ইবনে খাল্লাদ (র) ওকবাহ
ওকবাহ ইবনে আমর ইবনে সালাবা (র) ওকবাহ
উকবাহ ইবনে ওহাব ইবনে ফিলদাহ গোতফানী (র) উকবাহ
উলায়ফা ইবনে আদী ইবনে আমর আনসারী (র) উলায়ফা
আমর ইবনে আয়াস ইবনে খায়াদ খামনী আনসারী (র) আমর
আমর ইবনে সালাবাহ ইবনে ওহাব আনসারী (র) আমর
আমর বিন সুকারা (র) আমর
আমর ইবনে জাহুহ আনসারী সালায়মী (র) আমর
সাদ ইবনে সুহায়ল আনসারী (র) সাদ
সুফিয়ান ইবনে বিশর (র) সুফিয়ান
সালামাহ ইবনে আসলাম আনসারী (র) সালামাহ
সালামাহ ইবনে ছাবিত কায়িস আশহালী (র) সালামাহ
সালামাহ ইবনে হাতিব আনসারী (র) সালামাহ
সালামাহ ইবনে সালামাত ইবনে ওয়াকাশ (র) সালামাহ
সুলায়িম ইবনে হারিছ আনসারী (র) সুলায়িম
সুলায়িম ইবনে কায়িস ইবনে ফাহাদ (র) সুলায়িম
সুলায়িম ইবনে মিলহান আনসারী (র) সুলায়িম
সানাক ইবনে কারাশাহ আনসারী (র) সানাক
সাম্মাক ইবনে সাদ আনসারী (র) সাম্মাক
সিনান ইবনে আবী সিনান (র) সিনান
সিনান ইবনে সায়ফী (র) সিনান
সাহল ইবনে খুনায়ফ আনসারী আওসী (র) সাহল
সাহল ইবনে কায়িস আনসারী (র) সাহল
সাহল ইবনে উতায়ক আনসারী (র) সাহল
সাহল বিন সাদ (র) সাহল
সুহায়িল ইবনে আমর ইবনে আবী আমর (র) সুহায়িল
সুহায়িল ইবনে রাফে আনসারী (র) সুহায়িল
সাওয়াদ ইবনে ইয়াযিদ আনসারী (র) সাওয়াদ
যাহহাক ইবনে হারিছা আনসারী সুলামী (র) যাহহাক
যাহহাক ইবনে আবদ আমর আনসারী (র) যাহহাক
হামযাহ ইবনে মালিক আনসারী সুলামী (র) হামযাহ
তোফায়িল ইবনে মালিক আনসারী (র) তোফায়িল
আসিম ইবনে ছাবিত আনসারী (র) আসিম
আসিম ইবনে কায়িস ইবনে ছাবিত (র) আসিম
আসিম ইবনে বুকায়ির আনসারী (র) আসিম
আমির ইবনে উমায়্যাহ (র) আমির
আমির ইবনে ছাবিত আনসারী (র) আমির
আমির ইবনে সালামাহ ইবনে আমির (র) আমির
আমির ইবনে আবদ আমর আনসারী (র) আমির
আমির ইবনে মাকলাদ ইবনে হারিছ (র) আমির
আমির ইবন হারিছ আল ফিহরী (র) আমির
আমির ইবনে রবীআহ আল গুদনী (র) আমির
আয়িয ইবনে মাযিদ আনসারী (র) আয়িয
আব্দুল্লাহ ইবনে ছা’লাবা বালাবী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে যুবায়ের ইবনে নোমান (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আমজাদ (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে হুমায়র আশজাঈ (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে রবী ইবনে কায়িস (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে খায়দ ইবনে ছা’লাবাহ (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে খায়ছামা (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে সালামাহ আজলানী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে সাহল আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মালিক বালাবী আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আবদে মানাফ আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আবস আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে উবায়েশ আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আব্দিল্লাহ ইবনে উবাই (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আরতাফাত আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে উমায়ের ইবনে আদী আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে কায়িস আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে কাব আনসারী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে নো’মান ইবনে বালখামাস (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে সুহায়ল ইবনে আমর কুরায়শী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে সাঈদ কুরায়শী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে সুরাকাহ কুরায়শী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে জাহাশ (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মাযউন আল কুরায়শী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মাসউদ আল হুয়ালী (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে মাখরাম (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে আবদিল আসাদ ইবনে হিলাল (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ বিন আবী রবীয়া (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ বিন সায়ীদ (র) আব্দুল্লাহ
আব্দুল্লাহ বিন মাদান (র) আব্দুল্লাহ
ইয়াযিদ ইবনে হারিস আনসারী (র) ইয়াযিদ
আব্দুর রহমান ইবনে জাবির আনসারী (র) আব্দুর রহমান
আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ বালবী (র) আব্দুর রহমান
আব্দুর রহমান ইবনে কাব মাযেনী আনসারী (র) আব্দুর রহমান
আব্দুর রহমান ইবনে সাহল (র) আব্দুর রহমান
আব্দুর রহমান ইবনে আওফ (র) আব্দুর রহমান
আব্দুর রবী বাই ইবনে হক্ক আনসারী (র) আব্দুর রবী বাই
জারীর ইবনে উতায়েক (র) জারীর
হারিসাহ ইবনে সারিকাহ (র) হারিসাহ
খুবায়ব ইবনে আদী (র) খুবায়ব
খাল্লাদ ইবনে রাফে (র) খাল্লাদ
রবী ইবনে আয়াস (র) রবী
রিফাআহ ইবনে হারিস ইবনে রিফাআহ (র) রিফাআহ
রেফা ইবনে রাফে (র) রেফা
আবু লুবাবাহ রিফাআহ (র) আবু লুবাবাহ
রিফাআহ ইবনে আমর (র) রিফাআহ
রিফাআহ ইবনে আমর জুহানী (র) রিফাআহ
জায়েদ ইবনে আসলাম ইবনে সালাবাহ (র) জায়েদ
জায়েদ ইবনে ইসনাহ (র) জায়েদ
জায়েদ ইবনে সাহল (র) জায়েদ
জায়েদ ইবনে আসিম (র) জায়েদ
জায়েদ ইবনে মেযবান (র) জায়েদ
জায়েদা ইবনে ওয়াদীআহ (র) জায়েদা
জিয়াদ ইবনে লাবিদ ইবনে সালাবাহ (র) জিয়াদ
সালেম ইবনে ওমায়ের (র) সালেম
সাবী ইবনে কায়স ইবনে উবায়শাহ (র) সাবী
সুরাকা ইবনে আমর ইবনে আতিয়্যাহ (র) সুরাকা
সুফিয়ান ইবনে বিশর ইবনে হারেস (র) সুফিয়ান
সুরাকা ইবনে কাব (র) সুরাকা
সাদ ইবনে খাওলাহ (র) সাদ
সাদ ইবনে খাজসামাহ (র) সাদ
সাদ ইবনে রবী খাজরাজী (র) সাদ
সাদ ইবনে যায়িদ যুরকী আনসারী (র) সাদ
সাদ ইবনে উবায়দী আনসারী (র) সাদ
সাদ ইবনে সাহল আনসারী (র) সাদ
সাদ মাওলা উতবাহ ইবনে গাযওয়ান (র) সাদ
সাদ ইবনে উসমান খালাদাহ আনসারী (র) সাদ
সাদ ইবনে মুআয আওসী (র) সাদ
সাদ বিন আবী ওয়াক্কাস কুরায়শী (র) সাদ
সাদ ইবন খাওলাহ (র) সাদ
আবু হুযাফাহ ইবনে উতবাহ (র) আবু হুযাফাহ
আবু সুবরাহ কুরায়শী (র) আবু সুবরাহ
আবু কাবশাহ (র) আবু কাবশাহ
আবু ওয়াকিদ লায়ছী (র) আবু ওয়াকিদ
উবাই ইবনে সাবিত (র) উবাই
উবাই ইবনে কাব (র) উবাই
আসাদ ইবনে ইয়াযিদ ইবনে ফালেহাহ (র) আসাদ
উসায়দ ইবনে হুযায়র (র) উসায়দ
আসবারাহ ইবনে আমর নাজ্জারী (র) আসবারাহ
আনাস ইবনে মালেক (র) আনাস
আনাস ইবনে মুআয (র) আনাস
উনায়স ইবনে কাতাদাহ (র) উনায়স
আনাসাহ (র) আনাসাহ
আওস ইবনে সাবিত (র) আওস
আওস ইবনে খাওলা ইবনে আব্দুল্লাহ (র) আওস
আওস ইবনে সামিত (র) আওস
ইয়াস ইবনে ওয়াদেকাহ (র) ইয়াস
বিশর বিন বারা ইবনে মারুর (র) বিশর
বশির ইবনে সাদ ইবনে সালাবাহ (র) বশির
বাশীর আল হারেছী (র) বাশীর
সাবিত ইবনে আহরাম (র) সাবিত
সাবিত ইবনে যায়া (জালাবাহ) (র) সাবিত
সাবিত ইবনে খালিদ ইবনে নোমান (র) সাবিত
সাবিত ইবনে উবায়দ (র) সাবিত
সাবিত ইবনে ওবায়দ (র) সাবিত
সাবিত ইবনে আমর (র) সাবিত
সাবিত ইবনে হাযাল ইবনে আমর (র) সাবিত
ছালাবাহ ইবনে হাতিব ইবনে ওমর (র) ছালাবাহ
ছালাবাহ ইবনে আমর ইবনে আমেরাহ (র) ছালাবাহ
ছালাবাহ ইবনে গানামাহ ইবনে আদী (র) ছালাবাহ
জারীর ইবনে আব্দুল্লাহ (র) জারীর
উমায়র ইবনে আবী ওয়াক্কাস কুরায়শী (র) উমায়র
উমায়র ইবনে আওফ (র) উমায়র
উকবাহ ইবনে ওহাব (র) উকবাহ
আওফ ইবনে আছাছাহ কুরায়শী (র) আওফ
ইয়ায ইবনে যুহায়র ইবনে আবী শাদ্দাদ (র) ইয়ায
কুদামাহ ইবনে যুহায়র ইবনে মাযউন কুরায়শী (র) কুদামাহ
কাছীর ইবনে আমর আস-সুলামী (র) কাছীর
কুনায ইবনে হুসাইন আবু মারছাদ (র) কুনায
মালিক ইবনে উমাইয়্যাহ ইবনে আমর সুলামী (র) মালিক
মালিক ইবনে আবু খাওলা জু’ফী (র) মালিক
মালিক ইবনে আমর সুলামী (র) মালিক
মালিক ইমায়লাহ ইবনে সাব্বাক (র) মালিক
মুহাররিফ ইবনে নন্দলাহ আল আসাদী (র) মুহাররিফ
মুদলাজ ইবনে আমর সালফী (র) মুদলাজ
মারছাদ ইবনে আবী মারছাদ গানাবী (র) মারছাদ
মাসউদ ইবনে রাবী আল-কারী (র) মাসউদ
মুসআব ইবনে উমায়র কুরায়শী (র) মুসআব
মাতাব ইবনে হামরা খুঈ (র) মাতাব
মামার ইবনে আবী সারারাহ ইবনে আবী রবী (র) মামার
মিহজা ইবনে সালিহ আল মুহাজির (র) মিহজা
মুসলিম বিন আবদিল্লাহ মুসলিম
মুতী বিন আসোয়াদ (র) মুতী
ওয়াকিদ ইবনে আবদিল্লাহ তামীমী ইয়ারবৃঈ (র) ওয়াকিদ
ওহাব ইবনে আবী আসাদী বিঈসিন কুরায়শী (র) ওহাব
ওহাব ইবনে আবী সারাহ কুরায়শী (র) ওহাব
ওহাব ইবনে সা’দ ইবনে আবী সারাহ কুরায়শী (র) ওহাব
হেলাল ইবনে আবী খাওলা (র) হেলাল
ইয়াযীদ ইবনে কায়েস (র) ইয়াযীদ
সুহাইল ইবন বায়দা আল কুরাইশী (র) সুহাইল
সুয়াইদ ইবন সাদ আল কুরাইশী (র) সুয়াইদ
সুয়াইদ ইবন মুখশী আত-তায়ী (র) সুয়াইদ
সুলাইত ইবন আমির (র) সুলাইত
সাঈদ ইবন আমর ইবন নুফায়ল (র) সাঈদ
শুজা ইবন আবী ওহাব আল-আসাদী (র) শুজা
শুকরানা হাবশী (র) শুকরানা
সাম্মাম ইবন ওসমান (র) সাম্মাম
সাফওয়ান ইবন বায়দা (র) সাফওয়ান
সুহাইব ইবন সিনান রূমী (র) সুহাইব
তোফায়েল ইবন হারিছ (র) তোফায়েল
তালহা ইবন উবায়দিল্লাহ (র) তালহা
তুলায়ব ইবন ওমর ওহাব আল কুরাইশী (র) তুলায়ব
আক্বিল ইবন কুকাইর (র) আক্বিল
আমের ইবনে আব্দুল্লাহ ইবনে জাররাহ (র) আমের
আমের ইবনে ফুহায়রা আযাদী (র) আমের
আমের ইবনে ওয়াদে (র) আমের
আমের ইবনে আবী সাররাহ ইবনে রবীআহ (র) আমের
ওসমান ইবনে মাযউন কুরাইশী (র) ওসমান
আবদু ইয়ালীল ইবনে নাশিব আল লায়ছী (র) আবদু ইয়ালীল
উবায়দাহ ইবনে হারিছ ইবনে মুত্তালিব (র) উবায়দাহ
বিলাল ইবন রাবাহ (র) বিলাল
ইয়াস ইবন বুকায়র (র) ইয়াস
আরকাম ইবন আবিল আরকাম (র) আরকাম
হাতিব ইবন আবী বালতাহ (র) হাতিব
হামযাহ ইবন আবদিল মুত্তালিব (র) হামযাহ
হিশাম ওয়ালিদ সাদ বিন হিশাম (র) হিশাম
খুনায়স ইবন হুযাফাহ (র) খুনায়স
রবীআহ ইবন আক্বছাম (র) রবীআহ
যাহির ইবন হারাম আশজায়ী (র) যাহির
যুবাইর ইবনুল আওয়াম (র) যুবাইর
যায়িদ ইবনুল খাত্তাব (র) যায়িদ
সালেহ ইবন মাক্বাল (র) সালেহ
যিয়াদ ইবন কা’ব (র) যিয়াদ
সায়িব ইবন মাযউন কুরাইশী (র) সায়িব
সায়িব ইবন ওছমান (র) সায়িব
সুবরাহ ইবন ফাতিহ আল আযদী (র) সুবরাহ
আব্দুল জাব্বার (র) আব্দুল জাব্বার
আব্দুর রহমান বিন সাখর (র) আব্দুর রহমান
আবইয়াদ নাযীল (র) আবইয়াদ
আক্বিল বিন কুবাই (র) আক্বিল

 

১০ জন জান্নাতী সাহাবীর নাম

এখন আমরা জানবো ১০ জন জান্নাতী সাহাবীর নাম কি? ও হযরত মুহাম্মদ সাঃ এর ১০ জন সাহাবী কে ছিলেন?

নিচে তা দেয়া হলোঃ

১. আবু বকর সিদ্দীক (র)

২. উমর ইবনুল খাত্তাব (র)

৩. উসমান ইবনে আফফান (র)

৪. আলী ইবনে আবী তালিব (র)

৫. তালহা ইবনে উবায়দিল্লাহ (র)

৬. যুবায়ের ইবনুল আওয়াম (র)

৭. আব্দুর রহমান ইবনে আওফ (র)

৮. সাদ ইবনে আবী ওয়াক্কাস (র)

৯. সাঈদ ইবনে যায়িদ (র)

১০. আবু উবায়দাহ ইবনে জাররাহ (র)

 

আরো জানতেঃ

 

নবীজির সবচেয়ে প্রিয় সাহাবীর নাম কি?

নবীজির সবচেয়ে প্রিয় সাহাবীর নাম নির্দিষ্ট করে বলা কঠিন কারণ বিভিন্ন সাহাবীর সাথে তার ভিন্ন ভিন্ন সম্পর্ক ছিল।

তবে, কিছু সাহাবী ছিলেন যাদের প্রতি নবীজির বিশেষ স্নেহ ও ভালোবাসা ছিল।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:

চার খলিফা:

  • আবু বকর সিদ্দিক (রা.): নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ও প্রথম খলিফা।
  • উমর ফারুক (রা.): নবীজির দ্বিতীয় খলিফা, ন্যায়বিচারের জন্য বিখ্যাত।
  • উসমান গণি (রা.): নবীজির তৃতীয় খলিফা, লজ্জাশীল ও দানশীল।
  • আলী ইবনে আবি তালিব (রা.): নবীজির চতুর্থ খলিফা ও চাচাতো ভাই।

অন্যান্য সাহাবী:

  • আয়েশা সিদ্দিকা (রা.): নবীজির স্ত্রী ও “উম্মুল মু’মিনিন” (মুমিনদের জননী) খ্যাত।
  • আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.): নবীজির প্রিয় সাহাবী ও বিখ্যাত কুরআন পাঠক।
  • আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.): নবীজির চাচাতো ভাই ও বিখ্যাত ইসলামী পণ্ডিত।
  • জাফর ইবনে আবি তালিব (রা.): নবীজির চাচাতো ভাই ও “সাহাবায়ে জান্নাত” (জান্নাতের সাহাবী) খ্যাত।
  • বিলाল ইবনে রাবাহ (রা.): নবীজির প্রথম মুয়াজ্জিন (আযানদাতা)।

মনে রাখা জরুরি যে, নবীজির সকল সাহাবীই তার কাছে অত্যন্ত প্রিয় ছিলেন এবং তিনি তাদের সকলের সাথে সম্মান ও ভালোবাসার সাথে আচরণ করতেন।

প্রথম সাহাবীর নাম কি?

প্রথম সাহাবীর নাম নির্ধারণ করা বিতর্কিত, কারণ বিভিন্ন মতামত ও ব্যাখ্যা রয়েছে।

কিছু মতামত অনুযায়ী:

  • খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.): নবীজির স্ত্রী এবং ইসলামের প্রথম মুসলিম।
  • আবু বকর সিদ্দিক (রা.): নবীজির ঘনিষ্ঠ বন্ধু এবং প্রথম খলিফা।
  • আলী ইবনে আবি তালিব (রা.): নবীজির চাচাতো ভাই এবং চতুর্থ খলিফা।
  • জায়েদ ইবনে হারেসা (রা.): নবীজির দত্তক পুত্র এবং মুক্ত দাস।

বিতর্কের কারণ:

  • “সাহাবী” শব্দের সংজ্ঞা: কেবলমাত্র ঈমান আনার পর নবীজির সাথে সাক্ষাৎ করা ব্যক্তিদের ‘সাহাবী’ বলা যাবে, নাকি ঈমান আনার পর নবীজির সাথে যুদ্ধে অংশগ্রহণ করা ব্যক্তিদের ‘সাহাবী’ বলা যাবে, এ ব্যাপারে মতভেদ রয়েছে।
  • ঐতিহাসিক তথ্যের অভাব: প্রাথমিক ইসলামিক ইতিহাসের কিছু তথ্য অস্পষ্ট, যার ফলে প্রথম সাহাবীর নাম নির্ধারণে জটিলতা দেখা দেয়।

সর্বশেষে:

ঐতিহাসিক তথ্য ও বিভিন্ন মতামত বিবেচনা করে, খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.) কে প্রথম সাহাবী হিসেবে গণ্য করা হয়।

সর্ব শেষ সাহাবীর নাম কি?

সর্বশেষ সাহাবীর নাম নির্ধারণ করা বেশ জটিল কারণ বিভিন্ন মতামত এবং বিতর্ক রয়েছে।

কিছু মতামত অনুযায়ী:

  • আবু তুফায়ল (রা.): তিনি ১১০ হিজরিতে মৃত্যুবরণ করেন।
  • উরওয়াহ ইবনে যুবায়র (রা.): তিনি ৯৪ হিজরিতে মৃত্যুবরণ করেন।
  • জাবির ইবনে আবদুল্লাহ (রা.): তিনি ৭৪ হিজরিতে মৃত্যুবরণ করেন।

 

আমরা উক্ত পোস্টে ছেলে বা পুরুষ সাহাবীদের নামের তালিখা আপনাদের জানানোর চেষ্টা করেছি। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করিয়েন ও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।

Leave a Comment